Samadarshi Dutta : ওয়েব সিরিজে পরিচালক হিসাবে ডেবিউ করছেন সমদর্শী
ক্লিকের নতুন ওয়েব সিরিজ গাঙ্গুলিস ওয়েড গুহস। এই ওয়েব সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে অভিষেক করছেন সমদর্শী দত্ত। এছাড়া অভিনয় করতেও দেখা যাবে তাকে। উল্লেখযোগ্য কলাকুশলীদের মধ্যে মধুরার চরিত্রে রয়েছে অমৃতা চট্টোপাধ্যায়, প্রণয়ের চরিত্রে সমদর্শী দত্ত, অন্তরীক্ষের চরিত্রে সৌম্য ব্যানার্জি, পল্লবের চরিত্রে রানা বাসুঠাকুর, সুবিমলের চরিত্রে শুভ্রজিৎ দত্ত সহ আরো অনেকে রয়েছে। সঙ্গীত পরিচালক শ্রাবণ ভট্টাচার্য। সঙ্গীতশিল্পী উজ্জয়িনী মুখার্জি, অমৃতা সিং, সৌম্য মুর্শিদাবাদি এবং শ্রাবণ ভট্টাচার্য। জমজমাট বিয়েবাড়ির আসর সাজানো ৭টি পর্বের এই ওয়েব সিরিজটি ২০ সেপ্টেম্বর থেকে ক্লিকে দেখানো হবে।আরও পড়ুনঃ ২৯ এ পা পায়েলেরনীলমনি মিত্র লেনের একান্নবর্তী গাঙ্গুলি পরিবারের থেকে বালিগঞ্জের গুহ পরিবার অনেকটাই আলাদা। গুহরা শিল্পচর্চা নিয়ে থাকে, প্রায় সকলেই কিছু না কিছু জানে, কেউ রবীন্দ্র সঙ্গীত, কেউ বা কত্থক আর সান্ধ্য আসর জমায় টলি ক্লাবে, সুরা আর চিজে ডুব দিয়ে। আর অন্যদিকে উত্তর কলকাতার বনেদি গাঙ্গুলি পরিবার, যারা কিনা এখনো পুরনো আসবাব আর কোচবিহার রাজ পরিবারের সাথে কোনো এক সম্পর্ক নিয়ে গর্ব বোধ করেন। নামকরা উকিল, ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিয়ে একান্নবর্তী পরিবার গাঙ্গুলিরা। এই দুটো পরিবারের মধ্যে ততটাই পার্থক্য, যতটা হওয়া সম্ভব। কিন্তু তবুও তারা এক জায়গায় জড়ো হয়েছে একটাই কারণে, কারণ তাদের বাড়ির দুই ছেলে-মেয়ে বেশ কিছুদিনের ফুরফুরে কলেজ প্রেমকে বিবাহের রূপ দিতে চেয়েছে।আরও পড়ুনঃ নিজের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছে পরিমণিগাঙ্গুলি আর গুহরা পরস্পরকে ঠিক কতটা অপছন্দ করে সেটা এই বিয়েবাড়ি থেকে ঢের বোঝা যায়। চাপা উত্তেজনা, হাস্যকর সমস্যা, সন্দেহ, গোপনীয়তা, হঠাৎ করে হয়ে যাওয়া রোমান্টিক রিইউনিয়ন, বা পুরোনো, নতুন সম্পর্কের মাঝেও পাকা দেখা থেকে শুরু করে, আইবুড়োভাত হয়ে রিসেপশন, বিয়ের নানান আচার-অনুষ্ঠান পালন করতে করতে শেষে দুই পরিবারের মিল হয় এই গল্পে।ছবি - প্রকাশ পাইন